Breaking News

ছাব্বিশের ভোটে নয়া রণকৌশল বিজেপি রাজ্য সভাপতির! সাজিয়ে ফেললেন শাখা সংগঠনগুলিকেও

দেবরীনা মণ্ডল সাহা:-বিধানসভা নির্বাচনের আগেই সংগঠনকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ করছে রাজ্য বিজেপি| সম্প্রতি রাজ্য কমিটির নাম ঘোষণার পর এবার বিভিন্ন মোর্চায় নতুন ইনচার্জ নিয়োগ করে সংগঠন ঢেলে সাজানোর বার্তা দিল গেরুয়া শিবির। মঙ্গলবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের সাতটি সাংগঠনিক মোর্চার জন্য নতুন দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, ২০২৫–২৭ সময়কালের জন্য এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে প্রাক্তন তারকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। লকেট আগে মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পাশাপাশি ফের নতুন গুরু দায়িত্ব পেলেন তিনি।যুব মোর্চার ইনচার্জ পদে আনা হয়েছে সাংসদ সৌমিত্র খাঁ-কে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন সৌমিত্র ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। বিষ্ণুপুরের দু’বারের সাংসদকে এবার বসানো হল বর্তমান যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ-র উপর।দলের আরেক রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোকে তফসিলি মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে।সংখ্যালঘু মোর্চার ইনচার্জ করা হল দলের রাজ্যস্তরের নেতা অমিতাভ রায়কে।দলীয় নেতৃত্বের দাবি, এই নতুন দায়িত্ব বণ্টনের ফলে রাজ্যের বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বিজেপির সাংগঠনিক বিস্তার আরও বাড়বে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *