Breaking News

বেনজির জটিলতা!৪৮ ঘণ্টার মধ্যে ডিজিপি এমপ্যানেলমেন্ট প্রস্তাব ইউপিএসসি-কে পাঠাতে হবে, কড়া সময়সীমা ট্রাইবুনালের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের কর্মদিবসের শেষ দিন। তার আগেই সেন্ট্রাল অ‍্যাডমিনিস্ট্রেশন ট্রাইবুনাল নির্দেশিকা দিল রাজ্য সরকারকে। পশ্চিমবঙ্গ সরকারকে ২৩ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ই-মেল ও বিশেষ বাহকের মাধ্যমে ইউপিএসসিতে ডিজিপি পদে এমপ্যানেলমেন্টের প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। ইউপিএসসিকে ২৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক ডেকে প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী প্যানেল প্রস্তুত করে ২৯ জানুয়ারি ২০২৬-এর মধ্যে রাজ্যকে পাঠাতে হবে।.প্যানেল পাওয়ার পর রাজ্য সরকারকে দ্রুততম সময়ে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে।জানা গিয়েছে, ডিজি নিয়োগ নিয়ে ট্রাইবুনালে মামলা করেছিলেন ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার রাজেশ কুমার। তাঁর মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারির মধ্যে বা তার আগে ইমেল কিংবা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ইউপিএসসি-র কাছে ডিজিপি পদের জন্য তালিকাভুক্তির প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। ইউপিএসসি-কে ২৮ জানুয়ারি বা তার আগে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র একটি বৈঠক করতে হবে এবং নির্দেশিকা অনুসারে প্যানেল প্রস্তুত করে তা ২৯ জানুয়ারি বা তার আগে রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। ঘটনাক্রমে যত দ্রুত সম্ভব প্রাপ্ত প্যানেল থেকে ডিজি নিয়োগের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। আগামী ১১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। বর্তমানে আইপিএস অফিসার রাজেশ কুমার রাজ্যের গণশিক্ষাপ্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। আর কয়েক দিনের মধ্যে তাঁর কর্মজীবন শেষ হবে। ট্রাইবুনালে তিনি তাঁর আবেদনে জানিয়েছিলেন, ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। আইপিএস অফিসারের মামলায় বুধবার ক্যাট জানিয়েছে, রাজ্য সরকারের জন্য কোনও আইপিএস অফিসারকে বঞ্চিত করা যায় না। অর্থাৎ আগামী পরশুর মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। বুধবার আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতেই ক্যাটের এই প্রস্তাব। এর আগে স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য ২০২৩ সালে ডিসেম্বর মাসে অবসর নেন। কিন্তু তারপর রাজ‍্য সরকার কোনো প‍্যানেল না পাঠিয়ে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *