Breaking News

‘রাজনীতির রং লাগতে দেব না’,লকেটকে দেখে আশাকর্মীদের ‘গো ব্যাক স্লোগান’!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মাসিক ভাতা বৃদ্ধি সহ আটদফা দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন আশাকর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত মিছিল শুরু হয়েছে। পুলিশও নিরাপত্তার স্বার্থে বাধা দিচ্ছে। শিয়ালদহ, ধর্মতলার কাছে আশাকর্মীদের মিছিলে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। মিছিলে যোগ দিতে আসেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। মিছিলে রাজনৈতিক রং লাগত দেওয়া হবে না বলে জানিয়ে দেন বিক্ষোভকারীরা। শিয়ালদহ ছাড়াও একাধিক জেলা থেকে স্বাস্থ্যভবনমুখী মিছিলের প্রতিটিতেই পুলিশের বাধা ছিল। তা উপেক্ষা করে এগিয়ে চলেছিলেন বিক্ষোভকারীরা। কোথাও কোথাও প্রতিবাদে রাস্তা অবরোধও চলে। তবে পরিস্থিতি বেশি উত্তপ্ত হতে শুরু করে কলকাতায় মিছিল প্রবেশের পর। বিশেষত শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে যাওয়া মিছিলকে এসএন ব্যানার্জি রোডে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকাতে চাইলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।সল্টলেকের দিকে আসা একটি মিছিলকে পুলিশ আটকাতে গেলে সেখানে পৌঁছে যান বিজেপি মহিলা মোর্চার ইনচার্জ লকেট চট্টোপাধ্যায়। তাঁকে দেখেই বিক্ষোভকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। তাঁদের সাফ বক্তব্য, নিজেদের মিছিলে কোনও রাজনীতির রং লাগতে দেবেন না।এদিকে, আশাকর্মীদের মিছিল ঘিরে স্বাস্থ্যভবনের আঁটসাঁটো করা হয়েছে। মিছিল যত এগোয় তত নিরাপত্তাও বাড়ানো হয়েছে পুলিশের তরফে। স্বাস্থ্যভবনের সামনে মাইকিং করেন পুলিশকর্তারা। আর সেখানে পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে নিজেদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার হন আশাকর্মীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *