Breaking News

আইপ্যাকের ঘটনা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মধ্যেই শহরে আসছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আইপ্যাক কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবার পশ্চিমবঙ্গে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীন| ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় পা রাখছেন তিনি। তিন দিনের সফরে রাজ্যে এলেও, এই সফরের নির্দিষ্ট কারণ নিয়ে সরকারি ভাবে এখনও মুখ খোলেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক আইপ্যাক অভিযান এবং তার জেরে রাজ্য সরকারের সঙ্গে ইডির সংঘাতের আবহেই এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।সূত্রের খবর, এই সফরে রাজ্যপাল-এর সঙ্গে দেখা করতে পারেন ইডি ডিরেক্টর । পাশাপাশি, তাঁর সঙ্গে রাজ্যে আসছেন ইডি-র আরও তিনজন আইনি পরামর্শদাতা। কলকাতায় এসে ইডি আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন রাহুল নবীন। সূত্র মারফত জানা যাচ্ছে, এই সফরে সিবিআই-এর সঙ্গেও বৈঠক হতে পারে। ডিরেক্টর হওয়ার পর এই প্রথম কলকাতায় আসছেন তিনি |এছাড়াও, IPAC কর্তা প্রতীক জৈন-এর বাড়ি ও অফিসে তল্লাশিতে যাঁরা গিয়েছিলেন, সেই আধিকারিক ও অফিসারদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ইডি ডিরেক্টরের। এই বৈঠকের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘রিভিউ মিটিং’। গত ৮ জানুয়ারি আইপ্যাক কর্ণধার প্রতীকের বাড়ি এবং দফতরে হানা দেয় ইডি। তল্লাশি অভিযানের সময় দু’জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। উল্লেখ্য, আইপ্যাক বর্তমানে তৃণমূলের ভোট সংক্রান্ত কাজকর্ম দেখে। রাজ্যের শাসকদলের অভিযোগ, ইডি-কে কাজে লাগিয়ে বিজেপি তৃণমূলের প্রার্থিতালিকা হাতাতে এসেছিল। শুধু তা-ই নয়, আইপ্যাক দফতরে থাকা দলের গুরুত্বপূর্ণ তথ্য ছিল। সেগুলি ‘বাজেয়াপ্ত’ও করতে চেয়েছিল ইডি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *