দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পারদ কিছুটা চড়েছে। গভীর রাত বা ভোরের দিকে শীত-শীত অনুভূতি থাকছে। বাকি সময়টা মোটামুটি গরম-গরমই লাগছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ সরস্বতী পুজো তথা নেতাজি জয়ন্তীতে এরকম গরম-গরম লাগবে দিনের বেলায়। রোদ পড়লে গায়ে তাপ পড়বে। সকালের দিকে কুয়াশাও থাকবে একাধিক জেলায়। বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে |নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে দেখা যাবে । কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার একটু শীতের শীতের আমেজ বজায় থাকলেও গত কয়েক দিনে কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে তাপমাত্রাও সোমবারের পর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে।পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। ফলে সোমবার থেকে বুধবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং কোমোরিন এলাকায় ঘূর্ণায়মান বাতাস ও আপার এয়ার সার্কুলেশনের প্রভাবে দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। তবে কুয়াশা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী কয়েক দিনে। ফলে পুজোর দিন ভিজে যাওয়ার আশঙ্কা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
Hindustan TV Bangla Bengali News Portal