Breaking News

কয়লা পাচার কাণ্ডে এবার লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু সিবিআইয়ের

নিজস্ব সংবাদদাতা :- কয়লা পাচার-কাণ্ডে আরও এক ধাপ এগোল সিবিআই | এবার অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল সিবিআই | সিবিআই এই মর্মে সহযোগিতার জন্য রাজ্যের চার জেলাশাসক ও পুলিশ সুপারদের চিঠি লিখেছে | ওই চার জেলায় ৭০টি জায়গায় লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই| সিবিআই সূত্রের খবর, বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে | গত ১৮ ফেব্রুয়ারি এই মর্মে বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি | শুনানি শেষে সেই আবেদনে সিলমোহর দেয় সিবিআই আদালত |গত ডিসেম্বরে কয়লা পাচার-কাণ্ডে মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে সিবিআই | লালা যাতে বিদেশে পালাতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয় | সম্প্রতি, বামাপদ দে নামে লালা ঘনিষ্ঠ এক ব্যক্তিকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে | তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে | সূত্রের খবর, কয়লা কাণ্ডের তদন্তে প্রয়োজনীয় বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে তার কাছে | কাদের মারফত অনুপ মাজি ওরফে লালা ও বিনয় মিশ্রের কাছে টাকা পৌঁছত, দীর্ঘদিন ধরে এ বিষয়ে খোঁজখবর চালাচ্ছিল ইডি, সিবিআই | তালিকায় উঠে এসেছিল কলকাতার ২৬ জন ব্যবসায়ীর নাম | ইতিমধ্যেই তাঁদের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি| তল্লাশি চালানো হয় তাঁদের বাড়িতে | সেখানেই মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ নথি | এই ব্যবসায়ীদের সঙ্গে অ্যাকাউন্টে লালা ও বিনয় মিশ্রর টাকা লেনদেনের প্রমাণও মিলেছে বলে সিবিআই সূত্রের খবর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *