প্রসেনজিৎ ধর :- ডানকুনির স্বরূপনগর এলাকায় সুদীপ্ত দুয়ারী নামে এক স্কুল ছাত্রকে সিভিক পুলিশ পিটিয়ে মেরেছে এই অভিযোগে বুধবার জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের | যার জেরে বেশ কিছুক্ষণ এলাকার যান-চলাচল বিঘ্নিত হয়ে পড়ে |
জানা গেছে, সুদীপ্ত দুয়ারী নামে এলাকার স্থানীয় যুবক গতকাল তার বন্ধুর সাথে সকালবেলা চা খেয়ে ফিরছিল,সেই সময় কয়েকজন সিভিক পুলিশ এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিল | লরি তাদের বাইককে সাইড দেওয়ার জন্যে বলতে চায় তখন কয়েকজন সিভিক পুলিশ দুই যুবককে মারধর করে বলে অভিযোগ | একজন লাঠিচার্জ দেখে পালিয়ে যায় | অন্য জন পালানোর চেষ্টা করলে ৩,৪ জন সিভিক পুলিশ তাকে নির্মমভাবে অকথ্য অত্যাচার করে, মুখে লাথি মারে বলে অভিযোগ | এমনকি ছেলেটির মুখ থেকে রক্ত বেরোয় বলে অভিযোগ | যখন তাঁর হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে আসে, যখন তাঁর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না তখন তাকে রেখে সিভিক পুলিশ পালিয়ে যায় বলে অভিযোগ | শুধু তাই নয় পুলিশ এসে তার দেহ খালে ফেলে দেয় বলেও অভিযোগ | তাঁর বন্ধুকে থানায় ডেকে নিয়ে যায় | এই ঘটনার পর গতকাল প্রশাসনের তরফ থেকে কেউ আসেনি বলে অভিযোগ |
স্থানীয়দের অভিযোগ, সিভিক পুলিশের লরির কাছ থেকে তোলা নিতে দেখে ফেলায় তাকে মারা হল বলে অভিযোগ স্থানীয়দের | সিভিক পুলিশের এলাকার স্থানীয় যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে বুধবার জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা | এমনকি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন তাঁরা |