Breaking News

কয়লা কাণ্ডে এবার অভিষেকের শ্বশুর এবং শ্যালিকার স্বামীকে নোটিস সিবিআই-এর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কয়লা পাচার কাণ্ডে এ বার বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র | সূত্রের খবর,কয়লাকাণ্ডে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার স্বামী ও অভিষেকের শ্বশুরকে তলব করল সিবিআই | আগামী ১৫ মার্চেই অভিষেকের দুই আত্মীয়কে নিজাম প্যালেসে তলব করা হয়েছে | সিবিআই নোটিসের বিষয়ে অবশ্য মেনকা কিংবা তাঁর স্বামী অঙ্কুশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি | ২৩ ফেব্রুয়ারি ‘শান্তিনিকেতনে’ অভিষেকের বাড়িতে স্ত্রী রুজিরাকে জেরা করে সিবিআই | তার আগের দিন রুজিরার বোন মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করা হয়| সূত্রের খবর, জেরায় সন্তোষজনক জবাব দিতে পারেননি মেনকা | কয়লা পাচারের টাকা মেনকা গম্ভীরের অ্যাকাউন্ট থেকে লন্ডনে গিয়েছিল বলে জানতে পেরেছে সিবিআই, এমনটাই খবর সূত্রের | এই টাকা বিনয় মিশ্রর অ্যাকাউন্টের থেকেই গিয়েছিল বলে মনে করছে সিবিআই | প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বিষয়ে প্রশ্ন করা হলেও মেনকার বয়ানে অসঙ্গতি ছিল বলেই জানা যাচ্ছে সিবিআই সূত্রে | তার পরই গোটা মামলায় বড় পদক্ষেপ গ্রহণ করল সিবিআই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *