প্রসেনজিৎ ধর :- সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিলেন অশোক ভট্টাচার্য ঘনিষ্ট প্রাক্তন বাম নেতা শঙ্কর ঘোষ | কৈলাসের হাত ধরে পদ্ম শিবিরে পা রাখলেন শঙ্কর| সেই সাথেই লাল শিবিরের সাথে দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছিন্ন করলেন বাম নেতা | বিজেপিতে যোগ দিয়ে শঙ্কর ঘোষ বলেন, “বিজেপি দেশের কথা বলে | তাই এখানে এসেছি |এখন প্রধানমন্ত্রীই আমার আদর্শ |জনসেবা করতে চাই |”
প্রসঙ্গত, দু’দিন আগেই সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর এবং দলের সদস্যপদ ছাড়েন শঙ্কর | তার অব্যবহিত পরে ছেড়ে দেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড সদস্যের পদও | এরপর তড়িঘড়ি সিপিএমের তরফে তাঁকে বহিষ্কার করা হয় | তারপরে তাঁর বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা| অবশেষে শুক্রবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ট সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি | যদিও এবার তাঁকে প্রার্থী করা হবে কিনা কিংবা কোন বিধানসভা থেকে তিনি লড়বেন তা এখনও স্পষ্ট নয় |কৈলাস বিজয়বর্গীয় জানান , ‘এতদিন ধরে একটা দল মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে চলেছে | গরিবি হাঠাওয়ের স্লোগান তুললেও তা নিয়ে কখনোই কাজ হয়নি | আমরা আশাবাদী শঙ্কর ঘোষকে নিয়ে | আগামীতে অনেক ভালো কাজ করতে পারব |’তিন দশক ধরে বাম রাজনীতির সঙ্গে জড়িত শঙ্কর ঘোষ কিন্তু দলে থেকে কাজ করতে পারছিলেন না বলে সম্প্রতি অভিযোগ করেন তিনি আইএসএফের সঙ্গে জোট নিয়েও আপত্তি করেছিলেন শঙ্কর | তাতেই দলের সঙ্গে তাঁর সম্পর্কের ফাটল প্রকাশ্যে এসে যায় | প্রাক্তন সিপিএম নেতার অভিযোগ, দলে চলছে এক নায়কতন্ত্র|