দেবরীনা মণ্ডল সাহা :- অবশেষে শুক্রবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে | এদিন হাসপাতাল থেকে হুইলচেয়ারে বেরিয়ে গাড়িতে ওঠেন তিনি | এদিন ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী | বারবার তিনি ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন চিকিৎসকদের কাছে | চিকিৎসায় তিনি সাড়া দিয়েছেন | মমতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে |
তবে বাড়ি ফিরে মুখ্যমন্ত্রীকে সব বিধিনিষেধ মেনে চলতে হবে বলে খবর | ভোটের মুখে আগামী সপ্তাহ থেকে ফের দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেন বলে খবর | হুইলচেয়ারে বসেই প্রচার শুরু করতে পারেন তৃণমূল নেত্রী | আর সেই কারণে তাঁর জন্য তৈরি হয়েছে বিশেষ চটি বলেই খবর |চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করে দেখেন, পায়ের ফোলা কিছুটা কমেছে | ঘাড়, কাঁধ, কবজির ব্যথারও খানিক কমেছে | সামগ্রিক পরীক্ষার ফলাফল দেখেই তাঁকে এদিন বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকদের বিশেষ দল |বৃহস্পতিবার হাসপাতালের বেড থেকেই রাজ্যবাসীকে ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি | জানিয়েছিলেন, একটু কষ্ট হবে | কিন্তু প্রয়োজনে হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচারে নামবেন | পাশাপাশি সকলকে শান্ত থাকার বার্তাও দিয়েছিলেন তিনি| অবশেষে মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় উচ্ছ্বসিত দলের কর্মী-সমর্থকরা |