নিজস্ব সংবাদদাতা :- এবার আইকোর চিটফান্ড মামলায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই| পার্থ চট্টোপাধ্যায়কে আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | সিবিআই সূত্রে খবর, আইকোরের অনুষ্ঠানে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে | সেই সূত্রেই তৃণমূলের মহাসচিবকে তলব | ভিজিল্যান্স কমিশনের চিঠির সূত্রে পার্থকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে | সিবিআই-এর দাবি, উক্ত অনুষ্ঠানে তাঁকে সরকারি সাহায্যের কথা বলতে শোনা গিয়েছিল| একটা বেসরকারি চিটফান্ড সংস্থাকে কীভাবে অনুষ্ঠানের মঞ্চ থেকে সরকারি মন্ত্রী কীভাবে সাহায্যের কথা বলতে পারেন? আইকোর সংস্থার সঙ্গে তাঁর কী সম্পর্ক? কোনও ধরনের আর্থিক লেনদেন হয়েছে কি? এই সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে পারেন বলে সূত্রের খবর | সাক্ষী হিসেবে তাঁর বয়ানও রেকর্ড করা হতে পারে বলে |
Hindustan TV Bangla Bengali News Portal