Breaking News

‘মমতাকে হারিয়েই ছাড়ব’, নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রাম | শুক্রবার মনোনয়নপত্র পেশ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী | শুক্রবার হলদিয়া এসডিও অফিসে মনোনয়ন জমা দিয়ে শুভেন্দু দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেনই | শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী |এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডবল ইঞ্জিন সরকার গড়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী | আজ সকালে নন্দীগ্রামের সােনাচূড়ায় সিংবাহিনী ও জাঙ্কীনাথ মন্দিরে পুজো দিয়ে শহীদতে মাল্যদান করে শহীদ পরিবারের সাথে কথা বলেন | এরপর জানকীনাথ মন্দিরে শুভেন্দু অধিকারীর জন্য একটি যজ্ঞের আয়ােজন করা হয়েছিল | ওই যজ্ঞে শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করেন | এরপর মঞ্জুশ্রীতে সভা করেন তিনি |

এদিন সভা মঞ্চ থেকে এদিন কার্যত শাসক দলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী | এদিন হলদিয়ায় ক্ষুদিরাম মােড় থেকে শুরু শুভেন্দু অধিকারীর রােড শাে করেন তিনি | মহকুমা শাসকের দফতর পর্যন্ত রােড শাে হয় | সেই রােড শােতে তার সাথে উপস্থিত ছিলেন ২ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান |

এরপর হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনােনয়নপত্র পেশ করেন শুভেন্দু| শুক্রবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়| তিনি বলেন, ”ওর জয় কোনওভাবে সম্ভব নয় | শুভেন্দুর জামানত বাজেয়াপ্ত হবে |” বিজেপি সূত্রে খবর, ১৫ এবং ১৯ মার্চ পর পর দু’টি বাংলা সফর হতে পারে অমিত শাহের | তার মধ্যেই একদিন নন্দীগ্রামে তার সমাবেশ করার পরিকল্পনা করেছে বিজেপি | পাশাপাশি নন্দীগ্রামের জন্য প্রচারে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ | সব মিলিয়ে ভোটের রাজনীতিতে শীর্ষ স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা, তা বলা বাহুল্য |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *