দেবরীনা মণ্ডল সাহা :- নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | দিন দুয়েক হাসপাতালেও কাটাতে হয়েছে তাঁকে | নির্বাচনের মুখে বাংলার মুখ্যমন্ত্রীর এই পরিস্থিতিতে উদ্বেগপ্রকাশ করেছে খোদ নির্বাচন কমিশন | এ নিয়ে মুখ্যসচিব এবং সিইও-র কাছ থেকে রিপোর্ট তলব করেছিল কমিশন | কিন্তু সেই রিপোর্টে বেশ কিছু ‘অস্পষ্টতা’ থেকে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর| সেসব ‘অস্পষ্টতা’র বিষয় ‘স্পষ্ট’ করতে ফের রিপোর্ট চাওয়া হয়েছে বলে সূত্রের খবর |
নবান্ন সূত্রের খবর, যে রিপোর্ট মুখ্যসচিব জমা দিয়েছে সেখানে লেখা আছে, হঠাৎ দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে | প্রচুর মানুষের ভিড় ছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে |কিন্তু রিপোর্টে কোথাও স্পষ্ট উল্লেখ নেই, কী কারণে দরজা বন্ধ হল | কেউ দরজায় ধাক্কা দেওয়ার ফলে বন্ধ হয়েছিল কি না সেই সংক্রান্ত তথ্যও নেই | রিপোর্টে উল্লেখ রয়েছে, রাস্তায় পিলার ছিল | শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কমিশনে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছেন | রাজভবনেও এই রিপোর্ট জমা পড়েছে| তাই মুখ্যসচিবের কাছে দু, একটি প্রশ্নের উত্তর নির্দিষ্টভাবেই জানতে চেয়েছে কমিশন | সূত্রের খবর, আজই ফের কমিশনকে উত্তর জানাবেন মুখ্যসচিব | মুখ্যমন্ত্রীর জখম হওয়া নিয়ে এখনও চাপানউতোর তুঙ্গে রাজনৈতিক মহলে | ‘ষড়যন্ত্রে’র অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস | ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে কমিশনে গিয়েছে বিজেপিও |