প্রসেনজিৎ অধিকারী, হাওড়া:-রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণতম সহ-অধ্যক্ষ পূজনীয় স্বামী বাগীশানন্দজী মহারাজ শুক্রবার সন্ধ্যা ৭.১০মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন |
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর |পূজনীয় মহারাজের পার্থিব শরীর শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৮.৩০ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা ছিল | মহারাজের মৃতদেহ এরপরে বেলুড় মঠে নিয়ে আসা হয় | মঠের সংস্কৃতি ভবনে দেহ শায়িত রাখা রয়েছে | ভক্ত ও অনুরাগীবৃন্দদের জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধার জন্য জানানোর জন্য শায়িত রাখা থাকবে দেহ |
এদিকে সকাল থেকেই প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে মঠে আসেন অগণিত ভক্তেরা | সকালেই বালি বিধানসভা কেন্দ্র এলাকার প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক মঠে এসে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানিয়ে যান | আজ রাত ৯.১৫ নাগাদ বেলুড় মঠে প্রয়াত মহারাজের শেষকৃত্য শুরু হবে |