বাবলু প্রামানিক ,দক্ষিণ ২৪ পরগনা:- আজ মকর সংক্রান্তি | আর মকর সংক্রান্তি মানেই গঙ্গাসাগর যাত্রা | কথায় বলে ‘সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার’ | তাই এই মকর সংক্রান্তির পূন্য লগ্নে গঙ্গাসাগরে ডুব দিলেন লক্ষাধিক পুণ্যার্থী| বৃহস্পতিবার সকাল ছটা থেকে শুরু হয়েছে মকর সংক্রান্তির স্নান | সেই পুণ্য লগ্নে পূর্ণতা অর্জন করতে লক্ষাধিক মানুষের সমাবেশে গঙ্গাসাগরে স্নান পর্ব চলে |
এবার করোনা পরিস্থিতির কারণে গঙ্গাসাগরের চিত্রে কিছুটা বদল ঘটেছে | এই ভিড়কে তদারকি করছেন পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কর্মী এবং ভারত সেবাশ্রমের স্বেচ্ছাসেবকগণ | ভিন রাজ্য থেকে যারা গঙ্গাসাগর মেলায় আসছে তাদেরকে পুলিশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজার | এমনকি ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের হাতে প্রশাসন লেভেল ব্যান্ড বেঁধে দেওয়া হয়, যাতে পুলিশ প্রশাসন ভিন রাজ্যে থেকে আসা পূর্ণাথীদের সহজে চিনতে পারে | যে কোনওরকমের বিপদ এড়াতে বা বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা | এমনকি মেলা প্রাঙ্গণে খোলা হয়েছে কন্ট্রোলরুম | মঙ্গলবার পরিদর্শনে যান রাজ্যের তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস ও সুজিত বসু | প্রসঙ্গত, সমস্ত বিষয় তদারকি নিয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মুখোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন | বৈঠকের পর তিনি জানান, বিগত দিনের থেকে এবছর কতটা উন্নত প্রযুক্তিতে কতটা সুশৃঙ্খলভাবে গঙ্গাসাগর মেলা কে পরিচালনা করা হয়েছে | বাবুঘাট থেকে সাগর পর্যন্ত প্রায় ১১০০টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে | সব মিলিয়ে গঙ্গাসাগর চত্বর জোরদার আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে, এমনটা বলাই যায় |