প্রসেনজিৎ ধর :- আড়াই ঘণ্টার বিধ্বংসী অগ্নিকাণ্ডে সব শেষ | আগুন লেলিহান শিখার গ্রাসে বাগবাজারে হাজারহাত বস্তি | গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে | ভষ্মীভূত হয়ে গিয়েছে সারদা মায়ের বাড়ি লাগোয়া অফিসও | দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, “আগুন রাতেই নিভে গেছে, তারপর এলাকাটি কুলিং বা ঠাণ্ডা করার প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছিলাম | হতাহতের কোনও খবর নেই। দমকলে ২৭টি ইঞ্জিন কাজ করেছে”|
মুখ্যমন্ত্রীর নির্দেশে গঙ্গাসাগর থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলে আসেন | এদিন, ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও | তবে সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশচন্দ্র অ্যাভিনিউ, এমজি রোড, এমনকী বিটি রোডে যান চলাচল আজ স্বাভাবিক,কাল রাতে সব বন্ধ হয়ে গিয়েছিল | জানা গেছে,বাগবাজার মহিলা কলেজ লাগোয়া হাজারহাত বস্তিতে আগুন লাগে সন্ধেবেলা | খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২৭টি ইঞ্জিন | কিন্তু উত্তর কলকাতার সরু রাস্তা, ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। বিস্ফোরণ ঘটতে শুরু করে একাধিক সিলিন্ডারে | ফলে আতঙ্ক যেমন বাড়ে, তেমনি পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় | বস্তির সীমানা ছাড়িয়ে আগুন ছডিয়ে পড়ে আশেপাশের বহুতলগুলিতেও | এমনকী, ভষ্মীভূত হয়ে যায় সারদা মায়ের বাড়ি লাগোয়া অফিসটি | শেষপর্যন্ত আশেপাশের বাড়িগুলি খালি করে গঙ্গা থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা | স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল , খবর দেওয়ার পর অনেক দেরিতে এসেছে দমকল | সেই ক্ষোভে পুলিসে গাড়িতে ভাঙচুর চালান উন্মুত্ত জনতা | জানা গিয়েছে, আগুন লাগার প্রায় সঙ্গে সঙ্গেই বস্তি থেকে বাসিন্দাদের বের করে আনা হয় | তাই কেউ হতাহত হননি | তবে আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী আহত হয়েছেন| কীভাবে এমন আগুন লাগল? বস্তিবাসীদের অভিযোগ, দুর্ঘটনা নয়, পরিকল্পনামাফিক বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে | স্থানীয় মঠের এক সন্ন্যাসীর দিকে আঙুল তুলেছেন তাঁরা | ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন দমকলমন্ত্রী| আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের চারটি কমিউনিটি হলে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী | তিনি আরও জানান, “বস্তিবাসীদের আপাতত কমিউনিটি হল,বাগবাজার ওমেন্স কলেজে রাখা হয়েছে,খাবারের ব্যবস্থা করা হয়েছে” | বৃহস্পতিবার ঘটনাস্থল ঘুরে দেখবে ফরেন্সিক দল, একথা জানিয়েছেন দমকলকর্তা জগমোহন | বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে ১২২ বছরের স্বামী বিবেকানন্দর প্রতিষ্ঠিত ‘উদ্বোধন’ পত্রিকার অফিস পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে | স্বামী অভিন্নানন্দ নামে এক মহারাজ জানান, ‘উদ্বোধন ভবনের চারতলায় ১৫ জন সন্ন্যাসী ও ১৫ কর্মী থাকতেন | সবাইকে রক্ষা করা সম্ভব হয়েছে | কিন্তু, উদ্বোধন প্রকাশনার পুস্তকের ভান্ডার প্রায় ধ্বংস হয়ে গিয়েছে | এর ফলে ১২২ বছরের প্রাচীন পুস্তক সংখ্যা পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে’ |