প্রসেনজিৎ ধর:- শ্রীরামপুরের বিজেপি নেতা কবির শঙ্কর বসুর উপরে হামলার ঘটনায় রাজ্য সরকারের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট।মাত্র চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে রাজ্য সরকার কে।বিজেপির লিগ্যাল সেলের নেতা কবীর শঙ্কর বসুর অভিযোগ,গত ৬ ডিসেম্বর শ্রীরামপুরের বাড়ি থেকে বেরোনোর সময় বেশ কিছু ছেলে আমার রাস্তা আটকায়। আমি সরে দাঁড়াতে বললে আমার উপর হামলা করে। বিজেপি নেতা কবির শঙ্কর বসু আরো অভিযোগ করেন আমার সঙ্গে থাকা সিআইএসএফ কর্মীরা রাস্তা ছাড়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি কেউ। পরে স্থানীয় কাউন্সিলর পাপ্পু সিংয়ের নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালানো হয়।
রাতে কবীর কে গ্রেফতারের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় সাংসদ কল্যাণ ব্যানার্জি।পরে গ্রেফতার হলেও পরের দিন জামিন পেয়ে যান কবীর।এ নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেন বিজেপি নেতা কবীর। সেখানে বলেন, সে দিনের ঘটনা ঘিরে এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য পুলিসের সক্রিয় সহযোগিতায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর বাড়ি ঘেরাও করে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ করেন বিজেপি নেতা। এ দিন সেই আবেদনের ভিত্তিতেই রাজ্য সরকারকে নোটিস দেওয়া হয়েছে।এবং ঐ দিনের ঘটনায় যে FIR হয়েছিলো কবীরের উপর তাতে স্থগিতের নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট।আদালত রাজ্য সরকারের কাছ থেকে চার সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে। কবীর শঙ্কর বলেন এই ঘটনার তদন্ত রাজ্যে পুলিশ দিয়ে হবে না তাই সিবিআই তদন্ত করা হোক।এর আগে একাধিক বিজেপি নেতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি ছিলো পুলিশ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি নেতাদের। রাজ্যে সরকার আমাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে।যেই মামলা গুলি দায়ের হয়েছে সেগুলির তদন্ত স্থগিত রাখা হোক।এই বিষয়ে স্থাণীয় তৃণমূল নেতা সন্তোষ সিং(পাপ্পু)বলেন আইন আইনের পথে চলবে।আমিও চাই সঠিক তদন্ত হোক।