বাবলু প্রামাণিক,দক্ষিণ ২৪ পরগণা :- এক মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে | ১০ বছরের ছেলের মুখে অ্যাসিড মারল মা, যদিও ওই মহিলা শিশুটির সৎ মা বলে জানা গেছে | স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ ডায়মন্ড হারবারের বুনোরহাটের বাসিন্দা সুরাব উদ্দিন শেখ এর স্ত্রী শরিফা বিবি তার ১০ বছরের শিশু সন্তান সোহেল উদ্দিন শেখ এর মুখে অ্যাসিড মারে | জানা গেছে, শিশুটির বাবা সুরাবউদ্দিন শেখ দর্জির কাজ করে | বছর দুয়েক আগে দ্বিতীয় পক্ষের স্ত্রী শরিফা বিবিকে তিনি বিয়ে করেন| বিয়ের পর থেকেই সৎ মা শরিফা বিবি শিশুসন্তান সোহেল উদ্দিন শেখ এর উপরে অত্যাচার করতো বলে জানা গেছে | স্বামীর সাথে অশান্তি জেরে প্রতিহিংসার কারণে সৎ সন্তান সোহেলউদ্দিন শেখ এর মুখে অ্যাসিড মারে এমনটাই অভিযোগ পরিবারের | এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি আক্রান্ত সোহেলকে উদ্ধার করে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় | শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়| এরপরই শিশুটির সৎ মা শরিফা বিবি ঘর ছেড়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে ধরে বেঁধে নিয়ে আসে | এরপর ডায়মন্ডহারবার থানায় খবর দেওয়া হলে ডায়মন্ডহারবার থানার পুলিশ অভিযুক্ত শরিফা বিবিকে থানায় আটক করে নিয়ে যায় | ঘটনার তদন্তে নেমেছে ডায়মন্ডহারবার থানার
পুলিশ |