Breaking News

ফের রায়দিঘিতে ভোটের ময়দানে সিপিএমের কান্তি গাঙ্গুলি,মানুষের পাশে দাঁড়াতে চাই শুধু সদিচ্ছা! বুঝিয়েছেন কান্তি গাঙ্গুলি

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- বাম জামানা শেষ হয়েছে দশ বছর আগেই | মন্ত্রী হিসাবে প্রাক্তনও হয়েছেন সেই সময় | ২০১১ আর ২০১৬ পর পর দুটি বিধানসভা ভোটে রায়দিঘি থেকে জিততে পারেননি কান্তিবাবু | তবে তার পর এক দশক পেরিয়ে গেলেও বিপদে-আপদে রায়দিঘি বিধানসভার সাধারণ মানুষের পাশে আজও দাঁড়ান, ছুটে , সাহায্যের হাত বাড়িয়ে দেন কান্তি গাঙ্গুলি | আয়লা, বুলবুল, আমফান, ফনীর মতো এমন অনেক ঝড়-ঝাপটায় এলাকার মানুষের পাশে থেকেছেন ৭৭ বছরের কান্তি বুড়ো |

এবার আরও একবার ভোটের ময়দানে তিনি | রায়দিঘি কেন্দ্রে আরও একবার তাঁকেই প্রার্থী করেছে দল | কিন্তু মানুষের পাশে দাঁড়াতে গিয়ে কার্যত সর্বস্বান্ত কান্তি জানেন না কী ভাবে সামলাবেন ভোটের খরচ | গত দুই বিধানসভা ভোটে তৃণমূলের দেবশ্রী রায়ের কাছে হার মানতে হয়েছিল কান্তিকে | এবারে লড়াই আরও কঠিন বলে মনে করছেন তিনি | গত দু’টি নির্বাচনে রায়দিঘিতে বিজেপির উপস্থিতি প্রায় ছিল না | এবার পরিস্থিতি বদলে গিয়েছে | লোকসভা নির্বাচনে বামপন্থী অনেক ভোটই এখন বিজেপির ঝুলিতে গিয়েছিল | লোকসভার ফলাফলের নিরিখে কান্তিবাবুর বাসস্থান কুমড়োপাড়ার বুথেও এগিয়ে রয়েছে বিজেপি |তবে তাতে ভয় পাচ্ছেন না এককালের দাপুটে মন্ত্রী | কান্তিবাবুর কথায়, “জীবনে কোনও দিন লড়াই থেকে পিছিয়ে আসিনি | মানুষ সঙ্গে রয়েছে বলে বিশ্বাস করি | আমি জানি, তৃণমূলের অত্যাচারে অনেক বামপন্থী মানুষ বিজেপি শিবিরে গিয়েছেন | আমার মনে হয়, এ বার তাঁরা ফের ঘরে ফিরবেন | আমি মানুষের ভরসায় লড়তে নেমেছি | গত দু’বার যারা ক্ষমতায় ছিলেন, তাঁরা কিন্তু বিপদে-আপদে রায়দিঘির মানুষের পাশে এসে দাঁড়ায়নি | আমি পরাজিত হয়েও মানুষের পাশে দাঁড়িয়েছি | মানুষ যদি পাশে থাকে, তাহলে কোনও শক্তিই আমাকে আটকাতে পারবে না|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *