প্রসেনজিৎ ধর :- অনেক আলাপ আলোচনার শেষে ১৪৮ আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি | নাম আছে মুকুল রায়, রাহুল সিনহা সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের। পিছিয়ে নেই তারকা প্রার্থীরাও | আছে পার্ণো থেকে রুদ্রনীল,শ্রাবন্তীরা |মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়বেন অভিনেতা রুদ্রনীল ঘোষ |
আসানসোল দক্ষিণে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের বিপরীতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল | বুধবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে এই নামগুলিকে চূড়ান্ত করা হয়| এই চারটি দফায় আছে মোট ১৫৯ আসন | তার মধ্যে ১৪৮ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বিজেপির প্রার্থীদের মধ্যে দেখুন কারা কারা থাকছেন তালিকায় –
জলপাইগুড়ি (৭)
ধুপগুড়ি – বিষ্ণুপদ রায়
ময়নাগুড়ি – কৌশিক রায়
জলপাইগুড়ি – সুজিত সিংহ
রাজগঞ্জ – সুপেন রায়
ডাবগ্রাম-ফুলবাড়ি – শিখা চট্টোপাধ্যায়
মাল – মহেশ বাগে
নাগরাকাটা – পুনা ভেঙর
দার্জিলিং (৩)
মাটিগাড়া-নকশালবাড়ি-আনন্দময় বর্মণ
শিলিগুড়ি -শংকর ঘোষ
ফাঁসিদেওয়া – দুর্গা মুর্মু
উত্তর দিনাজপুর (৭)
চোপড়া – শাহিন আখতার
ইসলামপুর -সৌম্যরূপ মণ্ডল
গোয়ালপোখর – গুলাম সারওয়ার
চাকুলিয়া – শচীন প্রসাদ
হেমতাবাদ – চাঁদিমা রায়
কালিয়াগঞ্জ – সৌমেন রায়
রায়গঞ্জ – কৃষ্ণ কল্যাণী
দক্ষিণ দিনাজপুর (৫)
কুশমণ্ডি – রঞ্জিতকুমার রায়
কুমারগঞ্জ – মানস সরকার
তপন – বুধরাই টুডু
গঙ্গারামপুর – সত্যেন্দ্রনাথ রায়
হরিরামপুর – নীলাঞ্জন রায়
মালদহ (১২)
হবিবপুর – জোয়েল মুর্মু
গাজোল – চিন্ময় দেববর্মন
চাঁচল – দীপঙ্কর রাম
হরিশচন্দ্রপুর – মহঃ মতিউর রহমান
মালতিপুর – মৌসুমী দাস
রতুয়া – অভিষেক সিংহানিয়া
মানিকচক – গৌরচাঁদ মণ্ডল
মালদহ – গোপালচাঁদ সাহা
ইংলিশ বাজার – শ্রীরূপা মিত্র চৌধুরী
মোথাবাড়ি – শ্যামচাঁদ ঘোষ
সুজাপুর – এস কে জিয়াউদ্দিন
বৈষ্ণবনগর – স্বাধীন সরকার
মুর্শিদাবাদ (২১)
ফরাক্কা – হেমন্ত ঘোষ
সামশেরগঞ্জ – মিলন ঘোষ
সুতি – কৌশিক দাস
জঙ্গিপুর – সুজিত দাস
রঘুনাথগঞ্জ – গোলাম মোদারসা
সাগরদিঘি – মাফুজা খাতুন
লালগোলা – কল্পনা ঘোষ
ভগবানগোলা – মহঃ মেহবুব আলম
রানিনগর – মাসুহারা খাতুন
মুর্শিদাবাদ – গৌরীশংকর ঘোষ
নবগ্রাম – মোহন হালদার
খড়গ্রাম – আদিত্য মৌলিক
বড়ঞা – অমিয় কুমার দাস
কান্দি – গৌতম রায়
ভরতপুর – ইমনকল্যাণ মুখোপাধ্যায়
রেজিনগর – অরবিন্দ বিশ্বাস
বেলডাঙা – সুমিত ঘোষ
হরিহরপাড়া – তন্ময় বিশ্বাস
নওদা – অনুপম মণ্ডল
ডোমকল – রুবিয়া খাতুন
জলঙ্গি – চন্দন মণ্ডল
নদিয়া (১৭)
করিমপুর – সমরেন্দ্র নাথ ঘোষ
তেহট্ট – আশুতোষ পাল
পলাশিপাড়া – বিভাসচন্দ্র মণ্ডল
কালীগঞ্জ -:অভিজিৎ ঘোষ
নাকাশিপাড়া – শান্তনু দেব
চাপড়া – কল্যাণকুমার নন্দী
কৃষ্ণনগর উত্তর – মুকুল রায়
নবদ্বীপ – সিদ্ধার্থ নস্কর
কৃষ্ণনগর দক্ষিণ – মহাদেব সরকার
শান্তিপুর – জগন্নাথ সরকার
রানাঘাট উত্তর-পশ্চিম – পার্থসারথী চট্টোপাধ্যায়
কৃষ্ণগঞ্জ – আশিসকুমার বিশ্বাস
রানাঘাট উত্তর-পূর্ব – অসীম বিশ্বাস
রানাঘাট দক্ষিণ -:মুকুটমণি অধিকারী
চাকদহ – বঙ্কিমচন্দ্র ঘোষ
কল্যাণী – অম্বিকা রায়
হরিণঘাটা – অসীম সরকার
উত্তর ২৪ পরগনা (৩০)
বনগাঁ দক্ষিণ – স্বপন মজুমদার
স্বরূপনগর – বৃন্দাবন সরকার
বাদুড়িয়া – সুকল্যাণ বৈদ্য
হাবড়া – রাহুল সিনহা
অশোকনগর – তনুজা চক্রবর্তী
আমডাঙা – জয়দেব মান্না
বীজপুর – শুভ্রাংশু রায়
নৈহাটি – ফাল্গুনী পাত্র
ভাটপাড়া – পবন সিংহ
জগদ্দল – অরিন্দম ভট্টাচার্য
নোয়াপাড়া – সুনীল সিংহ
বারাকপুর – চন্দ্রমণি শুক্লা
খড়দহ – শীলভদ্র দত্ত
দমদম উত্তর – অর্চনা মজুমদার
পানিহাটি – সন্ময় বন্দ্যোপাধ্যায়
কামারহাটি – অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (রাজু)
বরানগর – পার্নো মিত্র
দমদম – বিমলশংকর নন্দ
রাজারহাট-নিউটাউন – ভাস্কর রায়
বিধাননগর – সব্যসাচী দত্ত
রাজারহাট-গোপালপুর – শমীক ভট্টাচার্য
মধ্যমগ্রাম – রাজশ্রী রাজবংশী
বারাসত – শংকর চট্টোপাধ্যায়
দেগঙ্গা – দীপিকা চট্টোপাধ্যায়
হাড়োয়া – রাজেন্দ্র সাহা
মিনাখাঁ – জয়ন্ত মণ্ডল
সন্দেশখালি – ভাস্কর সর্দার
বসিরহাট দক্ষিণ – তারকনাথ ঘোষ
বসিরহাট উত্তর – নারায়ণ মণ্ডল
হিঙ্গলগঞ্জ – নিমাই দাস
কলকাতা (১০)
কলকাতা বন্দর – অওয়াদকিশোর গুপ্তা
ভবানীপুর – রুদ্রনীল ঘোষ
বালিগঞ্জ – লোকনাথ চট্টোপাধ্যায়
চৌরঙ্গি – শিখা মিত্র চৌধুরী
এন্টালি – প্রিয়াঙ্কা টিবরেওয়াল
বেলেঘাটা – কাশীনাথ বিশ্বাস
জোড়াসাঁকো – মীনা দেবী পুরোহিত
শ্যামপুকুর – সন্দীপন বিশ্বাস
মানিকতলা – কল্যাণ চৌবে
কাশীপুর-বেলগাছিয়া – তরুণ সাহা
পূর্ব বর্ধমান (১৬)
খণ্ডঘোষ – বিজন মণ্ডল
বর্ধমান দক্ষিণ – সন্দীপ নন্দী
রায়না – মানিক রায়
জামালপুর – বলরাম ব্যাপারী
মন্তেশ্বর – সৈকত পাঁজা
কালনা – বিশ্বজিৎ কুণ্ডু
মেমারি – ভীষ্মদেব ভট্টাচার্য
বর্ধমান উত্তর – রাধাকান্ত রায়
ভাতার – মহেন্দ্র কোনার
পূর্বস্থলী দক্ষিণ – রাজীবকুমার ভৌমিক
পূর্বস্থলী উত্তর – গোবর্ধন দাস
কাটোয়া – শ্যামা মজুমদার
কেতুগ্রাম – মথুরা ঘোষ
মঙ্গলকোট – রাণাপ্রতাপ গোস্বামী
আউশগ্রাম – কলিতা মাঝি
গলসি – তপন বাগদি
পশ্চিম বর্ধমান (৯)
পাণ্ডবেশ্বর – জিতেন্দ্র তিওয়ারি
দুর্গাপুর পূর্ব – দীপ্তাংশু চৌধুরী
দুর্গাপুর পশ্চিম – লক্ষ্মণ ঘড়ুই
রানিগঞ্জ – বিজন মুখোপাধ্যায়
জামুড়িয়া – তাপস রায়
আসানসোল দক্ষিণ – অগ্নিমিত্রা পল
আসানসোল উত্তর – কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
কুলটি – অজয় পোদ্দার
বারাবনি – অরিজিৎ রায়
বীরভূম (১১)
দুবরাজপুর – অনুপ সাহা
সিউড়ি – জগন্নাথ চট্টোাপাধ্যায়
বোলপুর – অনির্বাণ গঙ্গোপাধ্যায়
নানুর – তারক সাহা
লাভপুর – বিশ্বজিৎ মণ্ডল
সাঁইথিয়া – প্রিয়া সাহা
ময়ূরেশ্বর – শ্যামাপদ মণ্ডল
রামপুরহাট – শুভাশিস চৌধুরী
হাসন – নিখিল বন্দ্যোপাধ্যায়
নলহাটি – তাপসকুমার যাদব
মুরারই – দেবাশিস রায়