নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সারদা কাণ্ডে এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট| আগামী ২৫ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে | সারদা চিটফান্ড কাণ্ডে টাকা পাচার ও লেনদেনগুলি নিয়ে তাঁকে প্রশ্ন করতে চান গোয়েন্দারা|
এই কেলেঙ্কারিতে আর্থিক তছরূপের বিষয়টি নিয়ে তদন্ত করছে ইডি | কে বা কারা এই লেনদেন থেকে ‘লাভবান’ হয়েছেন তা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে গোয়েন্দাদের | এছাড়া, ভিডিওয় সারদার একাধিক অনুষ্ঠানে মঞ্চে সুরজিৎ কর পুরকায়স্থকে দেখা গিয়েছে | সেই ভিডিওর সূত্র ধরেই তাঁকে প্রশ্ন করতে পারেন গোয়েন্দারা | একজন আইপিএস আধিকারিক হয়েও কেন একটি চিটফান্ড সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, তা জানতে চান তদন্তকারী আধিকারিকরা| এর আগে ২০১৭-তে সিবিআই তলব করেছিন সুরজিৎ কর পুরকায়স্থকে | তাঁর বিরুদ্ধে অভিযোগ, সারদার এজেন্ট মিটে গিয়েছিলেন তিনি | সেখান গিয়ে বক্তব্য রাখেন এবং সংস্থার প্রশংসাও করেন | আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে |