প্রসেনজিৎ ধর, হুগলি :- বিধানসভা নির্বাচনের আগে এখন সব রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার চলছে | সকলের মত হুগলির চাঁপদানি বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ সিং এর প্রচারও চলছে জোরকদমে | তিনি তার দলের তৃণমূল স্তরের কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলছেন| আমাদের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ সিং জানালেন তিনি চাঁপদানিতে প্রচারে মানুষের সাড়া পেয়ে আপ্লুত |
তিনি আরও বলেন,পশ্চিমবাংলার মানুষ ‘জয় শ্রী রাম’ বলে আমাদের কানে পৌঁছে দিচ্ছেন মানুষ আমাদের সাথেই আছেন|প্রসঙ্গত, চাঁপদানিতে তাঁর প্রধান প্রতিপক্ষ জোট প্রার্থী তথা চাঁপদানির বিদায়ী বিধায়ক বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান| তাঁর সাথে লড়াই-এর প্রসঙ্গে তিনি বলেন, তাঁর সাথে কোনও লড়াই নেই, আব্দুল মান্নান মানুষের উন্নয়নের জন্যে কোনও কাজ করেননি বলেও অভিযোগ বিজেপি প্রার্থীর| আর তাই এখানকার বিদায়ী বিধায়ক আব্দুল মান্নানকে হেভিওয়েট নেতা বলতেও নারাজ তিনি | দিলীপ সিং বলেন,কোনও নেতা যখন মানুষের সাথে মিশে কাজ করেন তখনই তাঁকে বলা যায় হেভিওয়েট নেতা, কিন্তু তিনি তো মানুষের উন্নয়নে কোনও কাজ করেননি | এমনকি চাঁপদানি বিধানসভা এলাকার পরিস্থিতি খুবই খারাপ বলে অভিযোগ বিজেপি প্রার্থীর|
তাঁর মতে,এখানকার প্রচুর মানুষ বেকার, এখানে ভালো স্কুল নেই, এমনকি হাসপাতাল নেই | এমনকি চাঁপদানিতে তিনি জিতলে কি কি উন্নয়ন করবেন তার তালিকাও তৈরী বলে জানান দিলীপ সিং| এমনকি পশ্চিমবাংলাকে সোনার বাংলা তৈরীর জন্যে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার কথাও শোনা গেল তাঁর মুখে |প্রসঙ্গত,চাঁপদানিতে জোট প্রার্থী আব্দুল মান্নান ছাড়াও রয়েছে তৃণমূলের প্রার্থী অরিন্দম গুঁইন | এই বিধানসভায় ১০ ই এপ্রিল নির্বাচন হলেও শেষ হাসি কে হাসবে তার জন্যে অপেক্ষা করতে হবে ২ রা মে পর্যন্ত |