নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-শুক্রবার আলিপুর চিড়িয়াখানায় ভয়ঙ্কর কাণ্ড | সিংহের খাঁচায় ঢুকে পড়লেন যুবক | আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে | এই ঘটনা রীতিমতো উসকে দিল সেই শিবার স্মৃতি, যেখানে শিবা নামের রয়্যাল বেঙ্গল টাইগারের গলায় মালা পরাতে গিয়ে বেঘোরে প্রাণ হারিয়েছিলেন এক যুবক | জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েন গৌতম গুছাইত নামে ওই যুবক | প্রত্যক্ষদর্শী এক যুবক জানিয়েছেন, সাধুবেশী ওই যুবক সিংহের খাঁচার সামনেই ঘোরাফেরা করছিলেন | আচমকাই পাঁচিল বেয়ে উঠে পড়েন | সঙ্গে সঙ্গেই বিষয়টি নজরে পড়ে চিড়িয়াখানার কর্মীদের |
তাঁরা চিৎকার করতে করতেই দৌঁড়ে আসেন | কিন্তু ততক্ষণে এনক্লোজার টপকে ঝাঁপ দিয়েছেন ওই যুবক | এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, গৌতমের শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে | মূল আঘাত তাঁর ডান পায়ে | সেখানেই সিংহ থাবা বসিয়েছে ও কামড়ে ধরেছিল | ডান কাঁধেও সিংহের থাবার চিহ্ন রয়েছে | শরীরের একাধিক জায়গায় আঁচড় রয়েছে | যাতে ক্ষতস্থান বিষিয়ে না যায়, সে দিকে নজর রাখা হচ্ছে | আপাতত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে | এদিকে, এই ঘটনা আরও একবার আলিপুর চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে |