প্রসেনজিৎ ধর:- চলতি সপ্তাহের শুরু থেকেই আটঘাট বেধে ভোট ময়দানে নেমে পড়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গত বছর থেকেই বিজেপিতে যোগ দেওয়ার কথা হলেও তেমন করে সক্রিয় ভাব দেখা যায় নি শোভন-বৈশাখীর। কিন্তু সোমবার গোলপার্ক থেকে সেলিমপুর রোড শোয়ের পর সামনের সপ্তাহের প্রথম দিকে তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে রোড শো করতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই বেশ কয়েকজন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর, অধ্যাপক এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার পরিচিত নেতারাও এবার বিজেপিতে যোগদান করবেন। তাই আগামী সপ্তাহের রোড শোয়ের দিকে তাকিয়ে আছে গোটা বাংলা। প্রসঙ্গত, ভোট এগিয়ে আসতে না আসতেই যেন গোটা বাংলা জুড়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে। কখনো বিজেপি তো কখনো তৃণমূল কেউ ই কাউকে মাত দিতে ছাড়ছেন না। যতই ভোটের দিন এগোচ্ছে ততোই বাড়ছে প্রস্তুতির মহড়া। আসন্ন বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই বাংলা জুড়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল মিছিল। জননেত্রীকে নিশানা করে এদিন শোভন চট্টোপাধ্যায় বলেন, “পঞ্চায়েত নির্বাচন হতে দেননি মমতা বন্দোপাধ্যায়। খারাপ লাগার বিষয়! ঘাসফুলের পতাকা লাগিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, স্বাস্থ্যসাথী নিয়ে হাসপাতালগুলোকে লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া হচ্ছে। এটাই কি সোনার বাংলার অন্যতম উদাহরণ? মানুষের আবেগ বুঝিয়ে দিয়েছে, তৃণমূলের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গিয়েছে। এবার বিজেপির আসার সময় হয়েছে।” আসন্ন নির্বাচনের আগে শোভন বাবু যেভাবে প্রস্তুতি নিচ্ছে তা থেকে সাফ বোঝা যাচ্ছে নিজেদের রাস্তা তৈরি করতে যথেষ্ট প্রস্তুত গেরুয়া শিবির।
Hindustan TV Bangla Bengali News Portal