প্রসেনজিৎ ধর:- একে একে নড়ে বসছে প্রত্যেক খুটি, আসন্ন বিধানসভা ভোটের আগে ক্রমেই দুর্বল হচ্ছে মা মাটি মানুষের সরকার। বেশ কিছুদিন আগেই নিজের দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এর পর আস্তে আস্তে দল ছেড়ে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। তার আভাসও মিলেছে বহু বার। আর এসবের মাঝেই নতুন করে জল্পনা বাড়াল শতাব্দী রায়ের পোস্ট! আজ বিকেলে অভিনেত্রী সাংসদের একটি ফেসবুক পোস্ট নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলায়। ইতিমধ্যেই শতাব্দী রায় ফ্যান্স ক্লাবের ফেসবুক পেজে সাংসদের নামেই একটি পোস্ট করা হয়, সেখানে বলা হয় আগামী ১৬ জানুয়ারি দুপুর দুটোয় কোনও সিদ্ধান্ত নিলেও তিনি নিতে পারেন৷
প্রসঙ্গত, এদিন ফেসবুক পোস্টে বীরভূমের সাংসদ এই এলাকার মানুষের উদ্দেশে লিখেছেন, “মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়”। তিনি আরো জানান, এলাকার সঙ্গে আমার নিয়মিত নিবিড় যোগাযোগ। কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই।” এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নেট পাড়ায় জল্পনা শুরু হয়েছে তেমনতা না বরং বাংলার মানুষদের মধ্যেই এই নিয়ে একটা চাপানউতোর শুরু হয়েছে।