দেবরীনা মণ্ডল সাহা :-একুশের পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের সব রাজনৈতিক দলগুলি | ভোট ঘোষণা না হলেও ভোটের প্রচার শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী l এ রাজ্যে ভোট কবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে | আনুষ্ঠানিকভাবে ভোটের দিনখন ঘোষণা না হলেও বাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে রাজনৈতিক দলের মিটিং মিছিল দেখলেই বোঝা যাচ্ছে | ইতিমধ্যেই একুশের বিধানসভা ভোটের পারদ চড়তে শুরু করে দিয়েছে | দুবার রাজ্যে ঘুরে গিয়েছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন | রাজ্যের পুলিস আধিকারিক ও জেলা শাসকদের সঙ্গে দফায় দফায় বৈঠকও সেরেছেন তিনি l জানুয়ারিতেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ|তৃণমূল, সিপিএম থেকে কংগ্রেস ও বিজেপি দফায় দফায় প্রচার অভিযান শুরু করে দিয়েছে | দিল্লি থেকে বিজেপির নেতারা দফায় দফায় আসছেন বাংলায় | মনে করা হচ্ছে মার্চ -এর প্রথম সপ্তাহে বাংলায় বিধানসভা নির্বাচন করানোর কথা ভাবছে কমিশন | আর সেক্ষেত্রে ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর | অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে সাত দফায় ভোট করানোর কথা ভাবছেন তাঁরা,এমনটা নির্বাচন কমিশন সূত্রে খবর | যদিও এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি | করোনা সংক্রমণের কারণে এবার বুথের সংখ্যাও বেশি থাকবে বলে মনে করা হচ্ছে | মার্চ মাসে নির্বাচন হলে সেক্ষেত্রে এপ্রিল অথবা মে মাসের মধ্যেই নতুন সরকার গঠন হয়ে যাবে | করোনার জন্য ৮০ বছরের উর্দ্ধে বয়স্কদের ভোট কেন্দ্রে যাওয়া কষ্টকর | সেই কথা মাথায় রেখে তাঁদের বাড়িতে গিয়ে ব্যালট এর মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর | শুধু তাই নয়, করোনা আবহে প্রথম ভোট হয়েছে বিহারে। সেই মডেলকে সামনে রেখেই বাংলাতেও ভোট করানোর কথা ভাবা হচ্ছে | তবে এই বিষয় নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি | রাজ্যে ইতিমধ্যেই বাড়তি ২ কোম্পানি সিআরপিএফ বাহিনী পাঠানো হয়েছে | সূত্রের খবর বিধানসভা নির্বাচন মাথায় রেখেই এই বাড়তি বাহিনী পাঠানো হয়েছে | এই অতিরিক্ত বাহিনী রাজ্যে আসার কারণ ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করা | সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে আদর্শআচরণ বিধি লাগু হয়ে যাবে ও মার্চের শুরুতে রাজ্যে বিধানসভা ভোট হবে|