দেবরীনা মণ্ডল সাহা :- একুশের নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশনে | কেন্দ্রের উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্য সফর করার পরেই তৎপর হল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব | জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে | সাংগঠনির রণকৌশল নির্ধারণেই দুই নেতাকে জরুরি তলব বলে মনে করা হচ্ছে | এর থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে দিলীপ- মুকুলকে ক্যাপ্টেন করেই একুশের ভোটে ঝাঁপাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব |
যদিও দিল্লির বৈঠকে ডাক পাননি শুভেন্দু অধিকারী | বিজেপি সূত্রে আরও খবর, ওই বৈঠকে যোগ দিতে যেতে বলা হয়েছে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকেও | কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যাতেই দিল্লি পৌঁছেছেন মুকুল | জানা গিয়েছে, শুক্রবার সকালে রওনা দিচ্ছেন দিলীপ ও অমিতাভ | মঙ্গলবারই দিল্লি থেকে ফেরেন দিলীপ ঘোষ | ফের আবার কেন এই জরুরি তলব, তা নিয়ে দলের অন্দরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। তবে দিলীপ ঘোষ জানিয়েছেন, “এটা রুটিন বৈঠক | এমন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার মাঝের মধ্যেই হয়ে থাকে, এটা নতুন কিছু নয়” | সূত্রের খবর নয়াদিল্লির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপি দফতরে শুক্রবার মুকুল রায়,দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ, থাকতে পারেন জে.পি.নাড্ডাও | এই বৈঠকে অমিত শাহর বঙ্গ সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারেও বলেও রাজ্য বিজেপির একাংশের ধারণা | জানা গেছে,একই সঙ্গে বিভিন্ন সংসদীয় কমিটিতে কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে | সেই সব কমিটিতে রাজ্যের সাংসদদের প্রতিনিধিত্ব নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে |নির্ধারিত সময় নয় বরং এবার রাজ্যে বিধানসভা ভোট এগিয়ে আসার সম্ভাবনাই বেশি | ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় বঙ্গ সফরে এসে এমনই ইঙ্গিত দিয়ে গিয়েছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন | এই পরিস্থিতিতে এবার দিল্লিতে ডাক পড়ল বঙ্গ বিজেপি নেতাদের | এই বৈঠকে একুশের নির্বাচনে দলের রণকৌশল ও সাংগঠনিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মত রাজনৈতিক মহলের |