Breaking News

বিজেপির প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ,ডাবগ্রাম-ফুলবাড়িতে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক অলোক সেন

নিজস্ব সংবাদদাতা :- বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত দলের অন্দরে | জলপাইগুড়িতে বিজেপির অন্দরে ক্ষোভ এখনও চলছে | আর তাই প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভের কারণে এবার নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক অলোক সেন | ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন তিনি |বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানান অলোক সেন | প্রসঙ্গত, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে শিখা চ্যাটার্জিকে প্রার্থী ঘোষণা করে বিজেপি নেতৃত্ব | শিখা চ্যাটার্জিকে প্রার্থী ঘোষণার পরই নিজের দলের বিরুদ্ধেই সরব হন অলোক সেন| এমনকি ক্ষোভও প্রকাশ করেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে | অলোক সেনের অভিযোগ, বিগত কয়েক বছরে দলের হয়ে কাজ করে থাকলেও, পরবর্তীতে যাঁরা অন্য দল থেকে এসে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁদেরকে প্রার্থী করা হচ্ছে | এমনকি তিনি আরও বলেন,এর জন্য রাজ্যজুড়ে বিজেপির ফল খারাপ হবে | যদিও যাঁর বিরুদ্ধে অলোক সেন নির্দল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন, সেই বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি বলেন, “আমার এই সম্বন্ধে কিছু জানা নেই | দল আমাকে এখনও কিছু জানায়নি |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *