প্রসেনজিৎ ধর :- শেষবেলায় রাজ্যজুড়ে প্রচার বিজেপির | প্রথম দফার প্রচারের শেষ দিনে বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একের পর এক সভা করলেন | এদিন বাংলার সংস্কৃতির কথা তুলে যোগী আদিত্যনাথ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “বাংলার সন্তান স্বামী বিবেকানন্দ, শ্রীচৈতন্যদেব বাংলার সংস্কৃতিকে বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন | তাঁরাও গেরুয়া পরেই বিশ্বের দরবারে বাংলার মাথা উঁচু করেছিলেন| আর মমতা দিদি এখন এই গেরুয়াকেই সহ্য করতে পারেন না| ”কর্মসংস্থান শিল্প দুর্নীতি প্রসঙ্গেও মমতা সরকারকে আক্রমণ করেন যোগী | তাঁর দাবি, বাংলা একসময় শিল্পে দেশের মধ্যে এগিয়ে থাকা রাজ্য ছিল | কিন্তু প্রথমে কংগ্রেস তার পর কমিউনিস্ট এবং শেষ ১০ বছর তৃণমূল সরকার সব কারখানা বন্ধ করে দিয়েছে|”
এরপরই যোগী দাবি করেন, আর কিছুদিন পরেই বিজেপির সরকার আসছে বাংলায় | তৃণমূলকে উল্টো গোনা শুরু করে দিতে হবে | তিনি আরও বলেন,যারা কেন্দ্রের পাঠানো টাকা জনগণের হাতে পৌঁছতে দেয়নি, কোনও উন্নয়ন করেনি তাদের কাউকে ছাড়া হবে না | এ রাজ্যে কৃষকদের জন্য চিন্তা নেই, বেকারদের জন্য চিন্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের | ওঁর একমাত্র চিন্তা বাংলায় অনুপ্রবেশকারীদের সংরক্ষণ দেওয়া, বুধবার নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ | নন্দীগ্রামে আদিত্যনাথ বলেন, কেন্দ্রের একাধিক প্রকল্প এ রাজ্যে চালু হতে দেননি দিদি | আয়ূষ্মান ভারত, পিএম কিষাণ চালু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়| তাঁর আরও অভিযোগ,ভোট ব্যাঙ্কের রাজনীতি ছাড়া অন্য কোনও দিকে ওঁর নজর তৃণমূল সরকারের |