সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- বঙ্গে ভোট আবহে রাজনৈতিক চাপানোতরে উত্তপ্ত বাংলা | আসানসোলের বিজেপির কার্যালয়ে বিজেপির বৈঠক চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক পরিমাণে পাথর ছোঁড়ে বলে অভিযোগ| জানা গেছে, আসানসোল উত্তর থানা অন্তর্গত উত্তর বিধানসভা এলাকায় বৃহস্পতিবার রাত্রে বিজেপির একটি কার্যালয়ে ওই বিধানসভার প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় স্থানীয় কয়েকজন নেতাকে নিয়ে বৈঠক করছিলেন|
জানা গেছে, বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আচমকা বাইরে থেকে তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক পরিমাণে পাথর ছোঁড়ে বলে অভিযোগ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের | এই অবস্থায় কৃষ্ণেন্দু সহ বিজেপির কর্মী সমর্থকরা সভা না করে আসানসোল উত্তর থানায় চলে যান এবং সেখানে থানা ঘেরাও করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলে |
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন তৃণমূল আসলে বুঝে গেছে এখানে হারবে তাই এই ধরণের নক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে | অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি উৎপল সিনহা বলেন এর সাথে তৃণমূলের কোন যোগাযোগ নেই এবং আদৌ কি ঘটেছে তাও আমরা জানি না | এই ঘটনার তদন্তে নেমেছে আসানসোল উত্তর থানার পুলিশ |