পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :-রাত পোহালেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার ৩০ টি আসনে ভোটগ্রহণ| ঠিক তার আগের দিন বিজেপির কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের শালবনির বাগমারি গ্রামে | জানা গেছে, মৃত বিজেপি কর্মীর নাম লালমোহন সোরেন | তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে | স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, তৃণমূলই খুন করে ঝুলিয়ে দিয়েছে ওই কর্মীকে | নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে এলাকা | জানা গেছে , পশ্চিম মেদিনীপুরের শালবনির বাগমারি গ্রামের বাসিন্দা ওই বিজেপি কর্মীর দেহ শুক্রবার সকালে বাড়ির কিছুটা দূরে একটি জঙ্গলে মেলে | খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায় | ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী | দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় | স্থানীয় বিজেপি নেতাদের কথায়, “বেশ কিছুদিন ধরেই এলাকায় রীতিমতো সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল | ওদের পায়ের নিচে মাটি নেই তাই এভাবে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে |” পুলিশ সূত্রে খবর, মৃত যুবককে আগে হুমকি দেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে পরিবারের তরফে এখনও কিছু জানা যায়নি | অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার ও বিজেপি | অভিযোগের তীর তৃণমূলের দিকে | যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল | প্রসঙ্গত,শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় ৬ টি কেন্দ্রে নির্বাচন রয়েছে | দাঁতন, কেশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, গড়বেতা এবং শালবনি কেন্দ্রে ভোট হবে | গ্রামে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। রয়েছে কড়া নজরদারিও | তারই মধ্যে রাজনৈতিক কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় |