সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:- শনিবার চলছে রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচন | ভোটগ্রহণ শুরুর আগেই অশান্ত হল পূর্ব মেদিনীপুরের পটাশপুর | সেখানে রাতভর বোমাবাজি চলে বলে অভিযোগ | পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকে দুষ্কৃতীদের বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী | আক্রান্ত এক আধাসেনা জওয়ানও |
শুধু তাই নয়, সংঘর্ষ থামাতে গিয়ে ওসি-র সামনেই বোমা ফাটে বলে অভিযোগ |তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে |
পুলিশ সূত্রের খবর, নৈশ টহল দেওয়ার সময় পটাশপুর থানার আড়গোয়ালের সাতসতমালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা | ঘটনায় রাতভর এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ |