Breaking News

শালবনিতে আক্রান্ত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গ্রেফতার ৪

পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :-শালবনিতে আক্রান্ত সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ | অভিযোগ, ব্যাপক ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে | খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও বলেও অভিযোগ| ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী | যদিও এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে | শুমাইদহ প্রাথমিক স্কুলে সুশান্ত ঘোষের সঙ্গে বচসা দিয়ে শুরু | সুশান্ত বুথে ঢোকায় তৃণমূল কর্মীরা আপত্তি জানান বলে অভিযোগ|

এরপরই তৃণমূল কর্মীর সঙ্গে সিপিএম প্রার্থীর বচসা শুরু হয় | এর আগে শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষ | এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর |গড়বেতা ৩ নম্বরে ভেলাইয়া গ্রামে তৃণমূল কর্মী-সমর্থকরা সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সিপিএম প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগও ওঠে | সুশান্ত ঘোষ বুথ থেকে বেরোনোর সময় ঘটনাটি ঘটে |

পুলিশ এসে সুশান্ত ঘোষকে সেখান থেকে বের করে নিয়ে যায় | এ বিষয়ে আক্রান্ত বাম প্রার্থী বলেন, “গণতন্ত্রের উপর হামলা করা হচ্ছে | বাংলায় জঙ্গলরাজ চলছে | শাসকদল ছাড়া কোনও দলের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না | এসব বাংলার মানুষ বরদাস্ত করবে না |” এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন যাদবপুরের বাম প্রার্থী সুজন চক্রবর্তী | তিনি বলেন, “তৃণমূল বুঝতে পারছে, ওদের সময় শেষ। তাই এসব করছে। এভাবে ভয় দেখানো যাবে না |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *