সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:- তৃণমূলে ভোট দিলেও তা পড়ছে বিজেপিতে | প্রথম দফা ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই এমন অভিযোগ তুললেন কাঁথি দক্ষিণের ভোটাররা | পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বিধানসভার মাজনা হাই মাদ্রাসা ১৭২ নাম্বার বুথে ভোট কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়|ইভিএম বদলের দাবিতে বুথের বাইরে বিক্ষোভে শামিল স্থানীয়রা | তাঁরা সাফ জানায় ,দাবি না মানা পর্যন্ত বন্ধ থাকবে ভোটগ্রহণ প্রক্রিয়া|
ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী |সাড়ে নটা নাগাদ এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই হাইমাদ্রসা চত্বর | এলাকাবাসীদের অভিযোগ,”তৃণমূলের প্রতীক চিহ্নে ভোট দিলে বিজেপির প্রতীক চিহ্নটি আসছে |”
ভোট বন্ধ করে দেন স্থানীয়রা | ইভিএম পরিবর্তনের দাবি জানান তাঁরা | পুলিশ-কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি | নিজেদের অবস্থানে অনড় স্থানীয়রা। ফলে প্রায় দেড় ঘণ্টা ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে|পরে অবশ্য শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া | কিন্তু ভোট যখন বন্ধ ছিল, তখন বাইরে উত্তেজিত জনতার ভিড় | নতুন ইভিএম আসার অপেক্ষায় ছিলেন তাঁরা |