Breaking News

ফের বড় উইকেট পড়ছে তৃণমূলের!৩০ তারিখ অমিতের সভায় বিজেপিতে যোগ দেবেন রাজীব বন্দোপাধ্যায়?

দেবরীনা মণ্ডল সাহা:- একে একে শাসক দলের হেভিওয়েট নেতারা নাম লিখিয়েছে গেরুয়া শিবিরে, এবার কি তাহলে পালা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়-এর? এমনই কানাঘুষো শোনা যাচ্ছে রাজনীতির অন্দরমহলে| সূত্রের খবর, আগামী ৩০ শে জানুয়ারী রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ| আর তাঁর হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় | বেশ কিছুদিন ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে বেসুরো | প্রথমে দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন রাজীব। কিছুদিন আগে তিনি আক্ষেপ করে জানিয়েছিলেন, “দলে কাজ করার মতো পরিস্থিতি নেই| দলের শীর্ষ নেতারা, নীচুতলার কর্মীদের চাকর–বাকর মনে করেন,দলে স্তাবকরাই সামনের সারিতে।” এরপর নানা মঞ্চে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়| তিনি আবার সম্প্রতি ক্যাবিনেট বৈঠকেও উপস্থিত থেকেছেন| প্রায় তিনমাস তিনি ক্যাবিনেট বৈঠকে অংশ নেননি।এর মধ্যে অমিত শাহ জানুয়ারি মাসে আবার আসছেন বঙ্গ সফরে | এবার তাঁর কর্মসূচির স্থান কলকাতার পাশাপাশি হাওড়ায়| হাওড়ায় অমিত শাহ সভা করতে পারেন বলে জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে| রাজনৈতিক মহল মনে করছে, শুভেন্দু যেমন মেদিনীপুরের সভায় যোগ দিলেন বিজেপিতে, রাজীব তেমনই হাওড়ার সভায় যোগ দিতে পারেন|

শুভেন্দু অধিকারী দীর্ঘ টালবাহানার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে| মেদিনীপুরের সভায় তিনি অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছেন গত ১৯ শে ডিসেম্বর| তারপর থেকেই জল্পনা চলছে এবার কে বিজেপির টার্গেট| ফের ৩০ শে জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ| সেই সফরের মধ্যেই কি আরও এক হেভিওয়েটের উইকেট পড়তে চলেছে? এমন জল্পনা শুরু হয়েছে| রাজীব বন্দ্যোপাধ্যায়ও শুভেন্দুর মতো জনপ্রিয় নেতা। তার উপর স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবে তাঁর সুনাম রয়েছে| রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে গেলে তৃণমূলের কাছে তা আরও একটা বড় ঝটকা হবে বলে মত রাজনৈতিক মহলের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *