প্রসেনজিৎ ধর:- ভোটের দামামা বাজতেই নিজেদের সহাবস্থান বজায় রাখতে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে মা মাটি মানুষ। কিন্তু তাই বলে হাল ছাড়তেও নারাজ গেরুয়া শিবির, একে বলে ফেস টু ফেস লড়াই। দুই দলের মধ্যে প্রস্তুতি প্রতিদিনই একধাপ করে নতুন দিকে এগোচ্ছে। প্রসঙ্গত, হুগলির জঙ্গিপারা পাড়ার রশিদপুরে কৃষি আইন এর সমর্থনে জনসভা থেকে আজ আবার তৃণমূল সরকারকে এক হাত নিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
তাঁর মতে, সারা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কৃষকদের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু কৃষকদের জন্য কিছুই করেননি তাদের মুখে কৃষক আইন নিয়ে কোন কথা শোভা পায় না। আমফানের ত্রাণ নিয়ে তিনি জানান, প্রকৃত ক্ষতিগ্রস্তরা কেন্দ্রীয় সরকারের টাকা পায়নি, এমনকি করোনার সময় কেন্দ্রীয় সরকার যে চাল পাঠিয়েছিল সেই চাল তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছে চলে গিয়েছিল। অন্যদিকে বিজেপি সূত্রে খবর আজই কৈলাশ বিজয় বর্গী, মুকুল রায় এবং দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ অথবা জেপি নাড্ডা। আশা করা হচ্ছে আজকের এই আলোচনায় বড় কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আসন্ন ভোট নিয়ে বিজেপি কোন রণকৌশল ও সাংগঠনিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেবেন সেই নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ পেয়ে শুক্রবার সকালে রওনা দিচ্ছেন দিলীপ ও অমিতাভ। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই দিল্লি পৌঁছেছেন মুকুল। এই নিয়ে বিজেপির মধ্যে কোন চাপানউতোর না থাকলেও অন্য দলের মধ্যে কিন্তু ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। কারণ ভোটের আগে রাতারাতি দলকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে ভোট নিয়ে এবার একটু বেশীই ভাবনা চিন্তা করছেন গেরুয়া শিবির।