সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- নিজেদের গড়ে আক্রান্ত অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু | অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায় তাঁর গাড়িতে | মারধর করা হয় সৌমেন্দু অধিকারীর গাড়ির চালককে বলে অভিযোগ | অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী |সৌমেন্দু জানিয়েছেন, তৃণমূলের ব্লক সভাপতি রামগোবিন্দ দাসের নেতৃত্বে বুথ জ্যাম করার খবর পেয়ে সাবাজপুট গিয়েছিলেন তিনি | সেই সময়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে তাঁর গাড়িতে |
কাঁথি থানার আইসিকে দালাল বলে কটাক্ষ করে তিনি বলেন, “কাঁথি থানার আইসি সকাল থেকে বুথে বুথে গিয়ে ভোট করানোর চেষ্টা করছেন | আসলে তৃণমূল বুঝে গিয়েছে ওদের হার নিশ্চিত | তাই এসব করছে |” তিনি জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করা না পর্যন্ত তিনি ঘটনাস্থল ছেড়ে যাবেন না | সৌমেন্দুর অভিযোগ ব্যাপক ভাঙচুর করা হয় তাঁর গাড়িতে | মারধর করা হয় তাঁর গাড়ির চালক গোপাল সিংকে | চোখের পাশে চোট লাগে তাঁর |
এই হামলার ঘটনা প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি রামগোবিন্দ পাল্টা বিজেপির দিকে অভিযোগ ছুঁড়ে বলেন, “সৌমেন্দুবাবুর এখানে আসার কথা নয় | তিনি বুথ জ্যাম করার চেষ্টা করছিলেন|” রামগোবিন্দের আরও অভিযোগ, সৌমেন্দুকে বাধা দেওয়ায় তাঁর উপর হামলা চালায় বিজেপি নেতা | সেই কারণেই উত্তেজিত তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায় সৌমেন্দুর গাড়িতে |