Breaking News

মক ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ খেজুরিতে,অভিযোগের আঙুল তৃণমূলের দিকে,তৃণমূলের দাবি নতুন ভোটারদের বুঝিয়ে দিচ্ছিলেন তারা

সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- নির্বাচন শুরু হতেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে | খেজুরি বিধানসভার দক্ষিণ কণ্ঠিবাড়ির ৯৭ নম্বর বুথ | অভিযোগ, সেই ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার পথে তৃণমূলের দুই সদস্য ভোটারদের প্রভাবিত করার জন্য মক ইভিএম নিয়ে বসেছিলেন | যদিও এ বিষয়ে ওই দুই তৃণমূল কর্মীর বক্তব্য, “আমরা কাউকে প্রভাবিত করিনি | অনেক নতুন ভোটার আছে, তাদের বলে দিচ্ছিলাম কী ভাবে ভোট দিতে হবে |” শনিবার প্রথম দফার ভোটে ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে| সকাল থেকেই ভোটসংক্রান্ত নানা অভিযোগ আসছে | কোথাও ইভিএম খারাপ, কোথাও আবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে | এবার ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ উঠল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *