সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- রাতের অন্ধকারে সালানপুর ব্লকের আল্লাডি মোড় ও জেমারী পেট্রোল পাম্পের সামনে লাগানো তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে | যদিও অভিযোগ অস্বীকার বিজেপির | তৃণমূল কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং অভিযোগ জানান রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের ব্যানার গুলি ছিঁড়ে ফেলার অভিযোগ |তাঁর আরও অভিযোগ,বিজেপি জানে সালানপুর ব্লকে তাদের হার নিশ্চিত তাই এইসব কান্ড করে মানুষের সামনে আসতে চাইছে |
প্রতিবাদে তৃণমূলের বিডিও অফিস ঘেরাও | তাঁদের দাবি,যদি ২৪ঘন্টার মধ্যে দোষীদের শাস্তি না হয় তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে | এই প্রসঙ্গে বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেন বিজেপি এই সব কাজ করে না | তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই সব ঘটনা ঘটছে আর তৃণমূল বিজেপিকে বদনাম করার জন্য বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ তাঁর |