Breaking News

বুথের সামনে মেরে চোখ ফাটিয়ে দেওয়া হল বিজেপি কর্মীর বলে অভিযোগ, ধুন্ধমার দাঁতনের মোহনপুর

পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :- প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্তভাবে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে | বুথের সামনে যেতেই মেরে চোখ ফাটিয়ে দেওয়া হল বিজেপি কর্মীর | এই অভিযোগকে ঘিরে ধুন্ধমার হল দাঁতনের মোহনপুর ব্লকে | অভিযোগের তির তৃণমূলের দিকে | যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল |জানা গেছে,শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরের ৫ নম্বর তনুয়া কাশিদা গ্রামে দুপুরে উত্তেজনা ছড়ায় | জানা গেছে, শক্তিপদ বেরা নামে এক প্রৌঢ় কাশিদা ২৩৬ নম্বর বুথে যান | অভিযোগ, সেই সময় বুথের বাইরে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা তাঁর ওপর হামলা চালায় | এমনকি বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ | চোখে মারাত্মক চোট লাগে তাঁর। চোখে ফেটে রক্ত বেরোতে থাকে। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় | তাঁর চোখের পাতার ওপর সেলাই করা হচ্ছে | ওই বৃদ্ধা তাঁদের কর্মী বলে দাবি বিজেপির | শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি | যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *