প্রসেনজিৎ ধর:- লালগড়ে ভোট পর্ব মিটতেই গ্রেফতার ছত্রধর মাহাতো | ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস মামলায় এই গ্রেফতারি বলে এনআইএ সূত্রে খবর | ছত্রধরের স্ত্রী অ্যারেস্ট মেমো প্রত্যাখ্যান করেন বলে দাবি এনআইএ-র | ১১ বছর পর শনিবার নিজের কেন্দ্রে ভোট দিয়েছিলেন ছত্রধর | এরপর রবিবার কাকভোরে তাঁর বাড়িতে হানা দেয় তদন্তকারীদের একটি দল | গ্রেফতার করা হয় তাঁকে | এদিনই আদালতে তোলা হবে ছত্রধরকে | কলকাতায় আনা হয়েছে তাঁকে | এনআইএ স্পেশাল কোর্ট রবিবার বন্ধ| তাই ছত্রধরকে আজই ব্যাংকশাল কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পেশ | অন্যদিকে ছত্রধরের আইনজীবীর বক্তব্য, এই গ্রেফতারি পুরোপুরি অনৈতিকভাবে, নিয়ম না মেনেই হয়েছে বলে জানিয়েছে ছত্রধরের পরিবার | ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো-র অভিযোগ, কোনও ওয়ারেন্ট দেখানো হয়নি | নিয়তি মাহাতো-র আরও অভিযোগ দরজা ভেঙে পুলিশের পোশাক পরে কিছু লোক জোর করে ঘরে ঢোকে | এদিকে এই গ্রেফতারি প্রসঙ্গে ছত্রধর মাহাতর আইনজীবী কৌশিক সিনহা বলেন, “কেন এই গ্রেফতারি তার যথাযথ কোনও কারণ ছত্রধরের পরিবারকে জানানো হয়নি | হঠাৎই ভোররাতে এনআইএ-এর একটি দল এসে তাঁকে নিয়ে যায় | সবথেকে দুঃখজনক কেন এই গ্রেফতার সেটাই তাঁর পরিবারকে জানানো হল না | নতুন করে কোনও মামলা দায়ের হল কি না সেটা দেখতে হবে | কারণ ছত্রধরের বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা নেই | বিষয়বস্তু পুরোটা দেখে আমরা জামিন চাওয়ার বিষয়টি দেখব |”এতদিন পর, ভোটের মুখে কেন গ্রেফতার, নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের | দেশদ্রোহীদের নিয়ে রাজনীতি বাঞ্ছনীয় নয়, প্রতিক্রিয়া বিজেপি নেতা সব্যসাচী দত্তর |