প্রসেনজিৎ ধর:- গতকাল সন্ধ্যে থেকেই শতাব্দীর ফেসবুক পোস্ট ঘিরে চলছিল তুমুল জল্পনা। তারমাঝেই সকাল হতেই খানিক ইঙ্গিত মিললো! সকাল হতেই বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় জানালেন, শনিবার সকালেই তিনি দিল্লি যাচ্ছেন। ইতিমধ্যেই শতাব্দী জানিয়েছেন, “অমিত শাহ আমার পরিচিত। সংসদে গেলে দেখা হয়। তাই কালও দেখা হতে পারে। আবার নাও হতে পারে। আর দেখা হওয়া মানেই আমি বিজেপিতে যোগ দিচ্ছি এমনটা নয়।”
প্রসঙ্গত, গতকাল বিকেলে অভিনেত্রী সাংসদের একটি ফেসবুক পোস্ট নিয়ে শোরগোল পড়ে যায় গোটা বাংলায়। শতাব্দী রায় ফ্যান্স ক্লাবের ফেসবুক পেজে সাংসদের নামেই একটি পোস্ট করা হয়, সেখানে বলা হয় আগামী ১৬ জানুয়ারি দুপুর দুটোয় কোনও সিদ্ধান্ত নিলেও তিনি নিতে পারেন৷ গতকালই ফেসবুক পোস্টে বীরভূমের সাংসদ এই এলাকার মানুষের উদ্দেশে লিখেছেন, “মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়”। তবে আগামীকাল জনগনের উদ্দেশ্যে তিনি ঠিক কী জানাবেন এই বিষয়টি এখনো স্পস্ট না হলেও অনেকের মতে হয়তো তিনি আমদের কোন বড়সর চমক দেবেন। যেভাবে বাংলার রাজনীতিতে তৃণমূলের এক একটি খুঁটি নড়ছে তাতে একটা কথা সাফ বোঝা যাচ্ছে আসন্ন ভোটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবেই। যদিও পাল্লা কার দিকে ভারি সেই বিষয়ে কিছু না জানানো হলেও বাতাবরণ বারবার একটা কথাই বলছে লড়েঙ্গে ইয়া মরেঙ্গে!