রজত সেন, নদিয়া :- ভোট আবহে রাজনৈতিক সংঘর্ষ লেগেই আছে | এইবার উত্তপ্ত নদিয়া | দলীয় পতাকা, পোস্টার লাগানোর সময়ে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের এক সদস্য বিরুদ্ধে | এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হল উত্তেজনা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় | এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে | জানা গেছে, বিজেপির পক্ষ থেকে নদিয়ায় কৃষ্ণগঞ্জ খাল বোয়ালিয়া এলাকায় রাতে দলীয় পতাকা লাগানো চলছিল | তখনই কয়েকজন বিজেপি কর্মী সমর্থক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন | তখনি এক বিজেপি কর্মীকে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ |স্থানীয় ও অনান্য বিজেপি কর্মীরা আহত গণেশকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করান | সেখানে তাঁর অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় | এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় কৃষ্ণগঞ্জ থানায় | তৃণমূলের এক সদস্য এই কাজ করেছে বলে অভিযোগ বিজেপির | যদিও তৃণমূলের তরফ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে| ঘটনাস্থলে যান বিজেপির স্থানীয় নেতৃত্বও | ঘটনার তদন্তে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ | যদি এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি |