নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- ফের শাসকদলের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট | হাড়োয়ায় আইএসএফ কর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ,আহত ১১ জন | অভিযোগের তীর তৃণমূলের দিকে | যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের | দোষীদের গ্রেফতারের দাবিতে রাতভর হাড়োয়া থানায় অবস্থান-বিক্ষোভ করেন আইএসএফ কর্মীরাদের | জানা গেছে,উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মথুরা গ্রামে এই সংঘর্ষ বাধে|
অভিযোগ, আইএসএফ কর্মীরা নামাজ শেষে রবিবার রাত ১১টা নাগাদ বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয় | এমনকী শিশু ও মহিলাদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ | পাশাপাশি তাঁদের বাড়ি ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন আইএসএফ কর্মীরা | নগদ টাকাও লুট করা হয় বলে অভিযোগ | আহতদের চিকিৎসার জন্য হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় | তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় | আইএসএফ-এর দাবি, আইএসএফ করার অপরাধেই তাঁদের উপর এই আক্রমণ | আক্রান্ত আইএসএফ কর্মীরা রাতভর দোষীদের গ্রেপ্তারের দাবিতে হাড়োয়া থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন|| আক্রান্তদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর মোল্লা, নূর আলম মোল্লা, সানজুরা বিবি প্রমুখ | হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক শেখ হাফিজ আহমেদ জানান, এটা ওঁদের নিজেদের পারিবারিক গন্ডগোল | এটায় রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছেন কেউ কেউ | ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় | ঘটনাস্থলে হাড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় |