দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রথম দফার নির্বাচন হয়ে গেছে| আগামী ১ এপ্রিল রাজ্যের ৩০টি আসনে ভোট দ্বিতীয় দফার ভোট | আর তাই নিরাপত্তা আঁটোসাঁটো করতে তৎপর নির্বাচন কমিশন | নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার নির্বাচনে ৬৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে বলে সূত্রের খবর | তবে প্রথম দফার ভোটের দিন মোতায়েন করা হয়েছিল ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী | তবে প্রথম দফার থেকে দ্বিতীয় দফার ভোটে কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা |আগামী ১ এপ্রিল মোট ৪টি জেলার ৩০টি আসনে হবে দ্বিতীয় দফার নির্বাচন | তার মধ্যে পূর্ব মেদিনীপুর- ৯ আসনের জন্য ১৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে| বাঁকুড়ার ৮ আসনের জন্য বরাদ্দ ১৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী | পশ্চিম মেদিনীপুরের ৯টি আসনের জন্য থাকবে ১৯৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী |
দক্ষিণ ২৪ পরগনায় ৮৯কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে | তার মধ্যে বারুইপুর পুলিশ জেলায় থাকবে ২১ কোম্পানি বাহিনী, সুন্দরবন পুলিস জেলার জন্য ৬৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী | মোট ৬৯৭ কোম্পানির মধ্যে বাকি ৬১ কোম্পানি ভাগ করা হবে সিকিউরিটি কভার পোস্টাল ব্যালট টিমে ৪৯ কোম্পানি | স্ট্রং রুমের নিরাপত্তার জন্য ৭ কোম্পানি | মনিটরিং ফর পোস্ট পোলের জন্য ৫ কোম্পানি | যদিও বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই শেষ হয় প্রথম দফার ভোট | এখন দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ করাই লক্ষ্য নির্বাচন কমিশনের |