নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :- ভোট বঙ্গে রাজনৈতিক হিংসা অব্যাহত| দ্বিতীয় দফা ভোটের আগে কোচবিহারের মাথাভাঙায় বিজেপির অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল | অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব | জানা গেছে,কোচবিহারের
মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা মিলন সংঘের পাশে এই অস্থায়ী কার্যালয় তৈরি করেছিল বিজেপি | গত ২৫ মার্চ দলীয় কার্যালয়ের উদ্বোধন হয় | কার্যালয়ের সামনে ছিল অমিত শাহের ছবিও।রবিবার রাতে ওই দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছে বিজেপি | সোমবার সকালে বিজেপি নেতারা দেখেন প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেই কার্যালয়। বিজেপির স্থানীয় নেতা জানিয়েছেন, সোমবার সকালে তাঁরা দেখেন দলীয় কার্যালয়ের আর কিছুই বাকি নেই | তাঁর অভিযোগ, ‘ভয় পেয়ে তৃণমূল এই সমস্ত কাজ করছে|’ যদিও তৃণমূল এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে | স্থানীয় তৃণমূল নেতা বলেন, ‘রাতের অন্ধকারে কেউ বা কারা এই কাজ করেছে, তবে এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই |’ তিনি আরও বলেন,যে কোনও দলীয় কার্যালয়ের উপর হামলা নিন্দনীয় | এমনকি এই ঘটনায় তদন্তের পর কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |