সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- হোলির দিনে মর্মান্তিক ঘটনা ঘটল দুর্গাপুরে | দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ কিশোর | আরও ৪ জনকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে | মৃত ১জনের নাম অভিরাজ (১৩)| অভিরাজ দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা | মৃত অন্য ৩জনের পরিচয় পাওয়া যায়নি এখনও | স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে করঙ্গপাড়া থেকে ৭ জন কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে স্নান করতে নেমেছিল হঠাৎ বাঁকুড়ার বড়জোড়ার দিক থেকে আসা ৩জনের আরও ১টি দল আসে ওই ঘাটে স্নান করতে | ওই ৩ জনকে ডুবে যেতে দেখে বছর তেরোর অভিরাজ তাদের বাঁচাতে গেলে সেও ডুবে যায় | করঙ্গপাড়া এলাকার ৭ সদস্যের একজন চিন্টু সাউ জানিয়েছে, বড়জোড়ার দিক থেকে আসা ৩জনকে ডুবতে দেখে অভিরাজ বাঁচাতে গেলে এই দুর্ঘটনা ঘটে | খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া এবং কোক ওভেন থানার পুলিশ | এরপর মৎস্যজীবীরাই আট জনকে উদ্ধার করেন | তাদের তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় | কিন্তু বাঁকুড়ার তিন কিশোর এবং দুর্গাপুরের অভিরাজকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা | এদিকে, মর্মান্তিক এই ঘটনার কথা জানতে পেরে শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে |