বাবলু প্রামাণিক দক্ষিণ ২৪ পরগণা :- রাজ্যে ইতিমধ্যে ভোট পর্ব শুরু হয়ে গেছে | তারই মধ্যে চলছে দলবদল | সোমবার সোনারপুরে বিজেপি নেতা চন্দন ঘটক যোগদান করলেন তৃণমূলে| সোমবার দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও তৃণমূল কংগ্রেসের নেতা পার্থসারথি গাঙ্গুলী হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দন ঘটক | এদিন তৃণমূলে যোগদানের পর চন্দনবাবু জানান বিজেপিতে কাজের কোন জায়গা নেই,আমার বাকরুদ্ধ হয়ে আসছিল | তাই আজ তৃণমূলে যোগ দিলাম | তিনি আরও বলেন,আগে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতাম ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রীর ভাষণ শুনে আকৃষ্ট হয়ে বিজেপিতে যোগদান করি| তাঁর আরও অভিযোগ,কোন ভাষণ আর কাজে লাগছে না মানুষের হয়ে কিছু বলছে না | তাই তৃণমূলে যোগদান করলাম | ঘরের মানুষ ঘরে ফিরে এলাম এখন তৃণমূল থেকে আমার শ্বাস-প্রশ্বাস নিতে আর কোনো অসুবিধা হচ্ছে না আমি মুক্ত হলাম | এদিন দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন বিজেপির কোনো নীতি নেই, তাই বিজেপির কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন | ভোটের আগে এই যোগদান তৃণমূলের মনোবল বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল |