প্রসেনজিৎ ধর :- খুন হয়নি, আত্মহত্যাই করেছেন দিনহাটার মৃত বিজেপি নেতা অমিত সরকার | সূত্রের খবর, ভোটের আগে শাসকদলকে কার্যত স্বস্তি দিয়ে রাজ্যে কমিশনের তরফে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এমনই রিপোর্ট দিলেন | অর্থাৎ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্টে কার্যত বিজেপি নেতাদের অভিযোগ খারিজ হয়ে গেল | এখন এই রিপোর্টের ভিত্তিতেই নির্বাচন কমিশন বিষয়টি দেখবে | প্রথম দফার নির্বাচন শুরু হওয়ার আগেই গত ২৪ মার্চ দিনহাটায় বিজেপি কর্মী অমিত সরকারের দেহ উদ্ধার হয় | এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের পরিস্থিতি | ঘটনার জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নির্বাচন কমিশনও নড়েচড়ে বসে | এ রাজ্যে নিযুক্ত দুই পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, অজয় নায়েককে |
কমিশনের নির্দেশ পাওয়া মাত্রই তাঁরা কপ্টারে পৌঁছে গিয়েছিলেন এলাকায় | বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা | কথা বলেন তাঁর দেহের ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে | সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে সোমবার তাঁরা কমিশনকে রিপোর্ট পাঠান | সেই রিপোর্টে আজ সাফ জানানো হয়েছে, আত্মহত্যা করেছেন দিনহাটার বিজেপি নেতা | টিকিট না পেয়ে তিনি মানসিক অবসাদেও ভুগছিলেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে | সূত্রের খবর, কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এই রিপোর্ট জমা দিয়েছেন | সেখানে এই ঘটনার পিছনে খুনের তত্ত্ব খারিজ করে দিয়ে আত্মহত্যার বিষয়টিতেই সিলমোহর দেওয়া হয়েছে | দুবে মৃতের স্ত্রী’র সঙ্গে কথা বলেন | তিনিও তৃণমূলের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ করেননি বলেই সূত্রের খবর | মৃতের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি | টিকিট না পাওয়ায় সেই অবসাদ আরও গভীর হয়ে যায় | অমিতের পকেট থেকে সুইসাইড নোটও উদ্ধার হয় | এই রিপোর্টের পর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কার্যত ‘রেহাই’ পেয়ে গেল বলে মনে করা হচ্ছে |