প্রসেনজিৎ ধর:- একদিকে ভেঙে যাওয়া দল অন্যদিকে কঠোর বিরোধী পক্ষ, তারমাঝেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রবল লড়াইয়ে নিজেকে একধাপ এগিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। একে একে দল ছেড়ে বেরিয়ে আসছে একাধিক নেতা তারমাঝেই নিজেকে ভাঙাগড়ার ছন্দে শক্ত করে তুলছে মা মাটি মানুষ। কারণ তাঁদের লড়াইটা মাটির, মা এবং মানুষের প্রতি, তাই সহজে হাল ছাড়া যাবে না। প্রতিপক্ষকে মাত দিতে এবার নিজেদের স্ট্র্যাটেজি সাজাতে প্রস্তুত জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসতে তৃণমূলের নজরে রয়েছে পাঁচটি বড় জেলার ১০৯টি আসন৷ ইতিমধ্যেই রাজ্যের পাঁচটি জেলাকে টার্গেট করছে তৃণমূল। কলকাতা, , হাওড়া, হুগলিসহ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা রয়েছে এই তালিকায়। হিসেব মতো এই ১০৯ টি আসন বাগে আনতে পারলেই আরো একবার বাংলার মাটিতে টিকে যাবে তৃণমূল৷ কিন্তু রাজ্যের শাসক দল যতোই প্রস্তুতি বিতে শুরু করুক না কেন বিজেপি নেতাদের দাবি এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসনেই জিতবে। প্রসঙ্গত, ভোট প্রস্তুতি শুরু হতেই আটঘাট বেধে ময়দানে নেমে গিয়েছে প্রতিটি দল। তারমাঝে বিজেপি তৃণমূল এই দুই দলের লড়াই কিন্তু চোখে পড়ার মতো। যদি ২০১৯ লোকসভা নির্বাচনের ফল দেখা যায়, সেখানে ২৯৪টির মধ্যে বিজেপি এগিয়ে ছিল ১২১টি বিধানসভা আসনে৷ অন্যদিকে ১৬৪টি আসনে এগিয়েছিল তৃণমূল। তাই হিসেব অনুযায়ী বিজেপিদের মত আগের তুলনায় বাংলায় তাঁদের আরো বেশি অনুগামী বেড়েছে, তাই এবারে বাংলায় তাঁদের আসন নিশ্চিত।